বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য

হাসান লস্কর বাবলু : বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত কাজী নজরুল ইসলাম ।

    জন্ম:২৪ শে মে ১৮৯৯ বর্ধমানের চুরুলিয়া গ্রামে, মারা যান ২৯ শে আগস্ট ১৯৭৬ সালে বাংলাদেশের ঢাকা শহরে। কবি কাজী নজরুল ইসলাম প্রমিলা দেবী কে বিবাহ করেন।

    সন্তান: কাজী সব্যসাচী,কৃষ্ণ মোহম্মদ,অরিন্দম কাজী ও কাজী অনিরুদ্ধ । যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই “বিদ্রোহী কবি”, তার জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়। বাংলা দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছোটবেলায় তাঁর নাম ছিল দুখু মিয়া, দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা এতেই নাম হয় দুখু মিয়া। চায়ের দোকানে কাজ করতো,কাজ সমাপ্ত করে অবসর সময়ে বিভিন্ন পালাগানে তিনি অভিনয় করেছেন।কাজী নজরুল ইসলামের রচনাবলী বিষের বাঁশি,কান্ডারী হুশিয়ার, সর্বহারা, নারী, সাম্যবাদী,সহ একাধিক গ্রন্থ রচনা করেন। কবি সাহিত্যিক ও গীতিকার হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। ইংরেজ শাসন কালে তাঁর লেখনীর জন্য তিনি কয়েক বার ইংরেজদের রোষের মুখে পড়তে হয়েছিল জেলও খাটতে হয়েছিল তাকে। দীর্ঘদিন তিনি অসুস্থ হয়ে পড়েন বাকশক্তি হারিয়ে।