|
---|
বাবলু হাসান লস্কর : দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজনে বিজয়া সম্মেলনী ও ট্রাই সাইকেল প্রদান অনুষ্ঠান। দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ আনিসুর রহমানের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান।উক্ত সভায় উপস্থিত ছিলেন উত্তর বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় অশনী মুখার্জি এছাড়াও আরও উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার বিধায়িকা মাননীয়া রহিমা মণ্ডল, উপস্থিত ছিলেন পম্পি মুখার্জি বারাসাত বিধানসভা তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রী, উপস্থিত ছিলেন ফারহা সুলতানা সাধারণ সম্পাদীকা উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেল, উপস্থিত ছিলেন সাহানোয়াজ হোসেন কার্যকারী সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেল,এছাড়াও আরও উপস্থিত ছিলেন উত্তর চব্বিশা জেলা পরিষদের সদস্যা ঊষা দাস মহাশয়া, উপস্থিত ছিলেন বারাসাত ব্লক-১ পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ মাননীয় ইসা হক সরদার, উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ও সদস্য ও সদস্য, দেগঙ্গা ব্লক এর অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ আরো অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব বৃন্দ তৃণমূল কংগ্রেসের সংগ্রামী অনেক কর্মী বিন্দ। কয়েক শত পরিবারের হাতে শীত বস্ত্র সহ বিভিন্ন রকমের পোশাক প্রতিবন্ধীদের প্রয়োজনীয় জিনিসপত্র।