বাংলা নিজের মেয়েকে চাই-এর শ্লোগানের সূচনার পরেই নির্বাচনের কাজ শুরু করল মালদহের রতুয়া বিধানসভার তৃণমূল কর্মীরা

উজির আলি, মালদা: ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ কর্মসূচির শুভ সূচনা করলেন মালদহের ২২ নং জেলাপরিষদ সদস‍্য হুমায়ন কবীর বাজনা।মূলত একুশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠন কে মজবুত করার লক্ষ‍্যে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে রাজ্যে নতুন কর্মসূচি ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ সূচনা করেছেন।পরিপ্রেক্ষিতে মালদহের রতুয়া-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির দলীয় কার্য‍্যালয় ভাদোতে গোটা রাজ্যের পাশাপাশি এই কর্মসূচির শুভ সুচনা করা বুধবার।কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছে যাবে রতুয়া-৪৮ নং বিধানসভার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে।সেখানে গিয়ে তুলে ধরা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করান আবেদন।

    এদিনের এই কর্মসূচির সূচনা পর্বে উপস্থিত ছিলেন শাসকদলীয় চাঁদমুনী-১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান রবিউল ইসলাম,ভাদো গ্রাম পঞ্চায়েত প্রধান তোফায়েল আহমেদ,রতুয়া-১ নং তৃণমূল ছাত্রপরিষদের সহসভাপতি সাহিদ আক্তার সহ রতুয়া বিধানসভা এলাকার শতাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। বাংলা নিজের মেয়েকে চাই এই সূচনার পরেই তৃণমূল দল ত‍্যাগীদের তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা তথা জেলাপরিষদ সদস‍্য হুমায়ান কবীর বাজনা।