|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: রাহুল রায়,পূর্বস্থলীঃ কেন্দ্রর কৃষি বিলের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী বিশ্বরম্ভ স্কুল মাঠে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, রাজ্য তৃণমূল কংগ্রেসের সদস্য সুজাতা মন্ডল খাঁ,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহ-সভাপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভেন্দু অধিকারী জনসভা পাল্টা সভায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের জনজোড়ায়।
এই সভা থেকে বিজেপিকে কটাক্ষ করলেন সুজাতা মন্ডল খাঁ। এদিন সভাস্থল থেকে শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ জানান তিনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অনুমতি পাই, ২৯৪ টি আসনের মধ্যে যেকোনো একটি আসনে আপনি দাঁড়ান আপনার জমানত জব্দ করে ছাড়বে এই সুজাতা, শুভেন্দু অধিকারিকে ওপেন চ্যালেঞ্জ এদিন সুজাতা খাঁয়ের। তিনি বললেন বিধানসভা ভোটে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।