তৃনমূলের প্রার্থী এনায়েত মোল্লার জয়ে উল্লাস সবুজ আবির খেলায়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে তৃণমূলের জয় জয়কার তাই সুবুজ আবিরের ছড়াছরি। এদিন বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা গ্রামে তৃণমূলের বিজয়ী প্রার্থী এনায়েত হোসেন মোল্লা তার সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে আনন্দে আবির খেলায় মেতে ওঠেন।