শিলিগুড়ির উচ্চমাধ্যমিকের ছাত্রী উৎসা কুন্ডুকে আজ সকালে সম্বর্ধনা দিল তৃণমূল কংগ্রেস এবং কিছু বিশিষ্ট মানুষ

নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ির উচ্চমাধ্যমিকের ছাত্রী উৎসা কুন্ডুকে আজ সকালে সম্বর্ধনা দিল তৃণমূল কংগ্রেস এবং কিছু বিশিষ্ট মানুষ।আজ সকালে গিয়ে তার বাড়িতে তাকে অভিনন্দন জানিয়ে তাকে শুভেচ্ছা এবং শুভকামনা জানান তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রতুল চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে বই এবং আর্থিক সাহায্য করাও হয়। উৎসার বাবা এবং মাকে প্রতুল চক্রবর্তী জানান আমাদের দরকার উৎসার মত ছাত্রীদের। যারা কিছুদিন পরে শিলিগুড়ির জন্য অনেক কিছুই করতে পারবে। ও আগামীদিনের ছাত্রছাত্রীদের কাছে পথিকৃৎ। এদিন উৎসাকে অভিনন্দন জানান তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির অন্যতম এম এম আই সি শ্রাবনী দত্ত এবং মানিক দেও। তারাও উৎসাকে তার ভবিষ্যতের কথা জিঞ্জাসা করে তাকে সব ধরনের সাহায্যের কথা জানান। উৎসা জানিয়েছে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তাই তার পড়াশোনার জন্য হয়ত আর্থিক সাহায্য দরকার হতে পারে। তাই ভবিষ্যতে তার সাহায্যের দরকার হতেও পারে। কারন ডাক্তার হতে গেলে কিংবা ডাক্তারি পড়তে প্রচুর টাকার দরকার তাই হয়ত আমাকে পড়াতে গিয়ে বাবা মা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারে। তাই সরকারের পক্ষ থেকে যদি সাহায্য পাই প্রচণ্ড উপকার হয়।