তৃণমূল কংগ্রেস প্রার্থী বেদব্রত দত্ত পরাজিত হন তিনি অভিযোগ করেন তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে তারই দলের কিছু দলীয় সমর্থক

নিজস্ব সংবাদদাতা : ভোটের ফলাফল ঘোষনার পরেও উত্তেজনা ছড়ালো শিলিগুড়ির 45নং ওয়ার্ডে।45নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বেদব্রত দত্ত পরাজিত হন নরুল ইসলামের কাছে মাত্র 161ভোটের ব্যাবধানে।পরাজিত হবার পরই বেদব্রত দত্ত অভিযোগ করেন তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে তারই দলের কিছু দলীয় সমর্থক।এর উপরে তার রিপোর্ট তিনি জমা করেন জেলা সভাপতি পাপিয়া ঘোষের কাছে।পাপিয়া ঘোষ আগেই জানিয়েছিলেন যেসব ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছে সেই সব ওয়ার্ডে রিপোর্ট জমা করতে হবে,এবং প্রার্থীদের বক্তব্য শোনা হবে,কারা কারা তার সাথে অসহযোগীতা করেছেন কিংবা কেউ তার সাথে কাজ করতে চান নি কিনা।বেদব্রত দত্ত এদিন জানান তিনি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছিলেন কিন্তুু কিছু মানুষের অসহযোগীতার কারনেই আজ তিনি পরাজিত।তার বক্তব্য তিনি তার রিপোর্ট জমা করে দিয়েছেন এবং তিনি চান তার বক্তব্য খতিয়ে দেখা হোক।