এন.আর সি ও সি.এ.এ বিল না মানার প্রতিবাদে ছয়টি ব্লক তৃনমুল কংগেস কমিটির বিক্ষোভ মিছিল চাঁচলে, অনুপস্থিত জেলা সভানেত্রী

উজির আলি, নতুন গতি, চাঁচলনাগরিক পঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায মঙ্গলবার় পথে নেমে চাঁচল সদরে বিক্ষোভ মিছিল দেখাল মহকুমার ছয়টি ব্লকের তৃণমূল সংগঠন।

    তবে এদিন অনুপস্থিত ছিল রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন তথা মালদা জেলা সভানেত্রী মৌসম নূর। দলীয় সূত্রের খবর, উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তার অবর্তমানে ডাঃ মোয়াজ্জেম হোসেন (চেয়ারম্যান), বিধায়ক সমর মুখোপাধ্যায় (কার্যকরী সভাপতি), গৌরচন্দ্র মন্ডল, বিধায়ক সাবিনা ইয়াসমিন, বাবলা সরকার ও হেমম্ত শর্মা জেলার সংগঠন সামলাচ্ছেন। মৌসম না থাকলেও জেলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদ সভা ও মিছিল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন জেলা নেতৃত্বে।

    চাঁচল পোষ্ট অফিস মোড়ে তৃনমুলের পথসভায় জনজোয়ার    মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সংগঠন গুলি চাঁচল সদরের কলমবাগান ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যা গোটা চাঁচল শহর পরিক্রমা করে, শিবপদ লাইব্রেরীর সামনে জমায়েত হয়। এবং সেখান একটি পথসভার আয়োজন করেন তারা়। 

    সামসি কলেজ,চাঁচল ও হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র পরিষদ সংগঠন সহ এই দিনের সভায় সামিল হয়েছিলেন হাজারো তৃনমুল সমর্থক।

     এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, মালদা জেলার চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, চাঁচল১ নং ব্লক কমিটির সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী, মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম, হরিশ্চন্দ্রপুর প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন, চাঁচল২ নং ব্লক নেতা ইমদাদুল হক সহ চাঁচল মহকুমার বিভিন্ন কর্মী ও সমর্থকেরা। 

    এদিন গোটা চাঁচল শহর পরিক্রমা করে চাঁচল ৮১ নং জাতীয় সড়কের শিবপদ লাইব্রেরীর সামনে একটি পথসভাও করেন। এই দিনের পথসভায় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের তীব্র বিরোধিতা করেন তৃনমুল নেতারা। তারা কোনমতেই পশ্চিমবঙ্গের বুকে নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব হতে দেবেন না এমনই বক্তব্য রাখেন তৃনমুল নেতৃত্বরা। সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান, সভানেত্রীর আদেশসূচকভাবেই আমাদের এই কর্মসূচী।

    নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার না হলে পরবর্তীতে জেলা জুড়ে আরোও ধর্না, বিক্ষোভ অবস্থান, মিছিল, প্রতিবাদ হতেই থাকবে বলে হুঙ্কার দিয়েছেন।

    বক্তব্য রাখছেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জী                      যদিও প্রধানমন্ত্রী দিল্লীর রামলীলা ময়দানে নাগরিকপঞ্জী নিয়ে কোনো ইস্যুু হয়নি বলে জানিয়েছেন।পশ্চিমবঙ্গ সরকার এন.আর.সির ভয় দেখিয়ে অপপ্রচার চালাচ্ছে রাজ্যে । এমনই কটাক্ষ করেন প্রধান মন্ত্রী। এনিয়ে মালদা জেলা তৃনমুল সংখালঘু সেলের সভাপতি মুশারফ হোসেন বলেন, কেন্দ্র সরকার জনগণের চাপে পড়ে এখন ভুল বার্তা পৌছাচ্ছেন দেশবাসীর কাছে।