শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল 

শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল

    মালদা: কোচবিহারের শীতলকুচিতে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৫ তৃণমূল কর্মী। এর প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিকেলে ধিক্কার মিছিল করে তৃণমূল নেতৃত্ব। এদিন বুকে কালো ব্যাজ পড়ে পাকুয়াহাট দলীয় কার্যালয়ে থেকে একটি ধিক্কার মিছিল বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষে পাকুয়াহাট বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। তারপর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ জানিয়ে কুশপুতুল জ্বালিয়ে কিছুখন ধিক্কার জানায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন এই ধিক্কার মিছিল করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তৃনমূল কংগ্রেস কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস সহ অন্যান্য ব্লক নেতৃত্ব ও কর্মীরা এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।