উত্তর দিনাজপুরের করণদিঘী থানায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল

নতুন গতি ওয়েব ডেস্ক : উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস গোষ্ঠী কোন্দল, জের প্রতিবাদ সভা, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পদ ওহাব আলি কে নিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি হয়ে, পুরোণো সভাপতি পদ সুভাষ সিনহা পদ থেকে সরিয়ে দেওয়ার জেরে দুই গোষ্ঠীর মধ্যে ক্ষোভ, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস এদিন রাহুল মঞ্চে প্রতিবাদ সভা করেন অপসারিত সভাপতি সুভাষ সিনহা নেতৃত্বে, ৫০০০ হাজার লোক নিয়ে প্রতিবাদ সভা করে, করণদিঘী বিধায়ক মনোদেব সিনহা বিরুদ্ধে দলের নেতা কর্মীরা ক্ষোভ উগরে দেন।

    তৃণমূল কমীরা বলেন বিধায়ক মনোদেব সিনহা উন্নয়ন কোনো কাজ করেনি, দলের কমীদের সাথে আলোচনা না করেই তিনি ইচ্ছা মতো কাজ করতেন , সভাপতি পদ নিয়ে তিনি কোনোরকম দলের সাথে মিটিং না করেই নিজের কাছের লোকের নাম দিয়েছে , এই নিয়েই শুরু গোষ্ঠী কোন্দল, একাধিক নেতা কর্মীরা ২০২১সালে বিধায়ক মনোদেব যাতে ভোটে টিকিট যাতে না দেওয়া হয়। মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি কাছে আবেদন করেন তৃণমূল কংগ্রেস কমীরা। এলাকার কোনো উন্নয়ন কাজ করেনি বিধায়ক মনোদেব সিনহা। ক্ষুদ্ধ করণদিঘী তৃণমূল কংগ্রেস কমীরা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, যুব তৃণমূল কংগ্রেস নেতা কাউসার আলম, সহ স্যমুয়েল মাডি, হাফিজুল ইকবাল, সুভাষ সিনহা, ভগেন ঘোষ, মহিলা নেত্রী, তপতি দাস সহ করণদিঘী ব্লক কমীরা।