মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের অভিযোগে হবিবপুর ব্লক অঞ্চলের তৃনমূল কংগ্রেস পক্ষ থেকে প্রতিবাদ মৌন মিছিল

মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের অভিযোগে হবিবপুর ব্লক অঞ্চলের তৃনমূল কংগ্রেস পক্ষ থেকে প্রতিবাদ মৌন মিছিল

     

     

     

     

    মালদাঃ- ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে বেশ কয়দিন আগেই। দিনক্ষণ ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দল কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে প্রচারে। সেই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে নন্দীগ্রামে প্রচার করতে বেরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের অভিযোগ। আর সেই আক্রমণে মাননীয় মুখ্যমন্ত্রী পায়ে চোট পান। সেই পরিপ্রেক্ষিতে হবিবপুর ব্লক অঞ্চলের তৃনমূল কংগ্রেস পক্ষ থেকে প্রতিবাদ মৌন মিছিল করেন তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি হবিবপুর ব্লকেও আজ শুক্রবার বিকেল চারটায় হবিবপুর ব্লকের আইহো তৃনমুল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি মৌন প্রতিবাদ মিছিল বের হয় যা গোটা আইহো পরিক্রমা করে শেষে আইহো বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে কিছুক্ষণ প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন তৃনমুল কংগ্রেসের কর্মীরা।