কেন্দ্রর কৃষক বিলের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের

কেন্দ্রর কৃষক বিলের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের

     

     

     

    রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ কেন্দ্রর কৃষক বিলের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল করল কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেস। এই মিছিল শুরু হয় মুস্থূলীতে। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সহ-সভাপতি প্রবীর সাহা, পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়ের প্রধান নিতাইসুন্দর মুখার্জী, জগদান্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্ৰেসের সভাপতি রফিকুল ইসলাম, শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্দা, কাটোয়া ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিলের শেষে একটি পথসভা হয়। এই মিছিলে তৃণমূলের কর্মীরা ছাড়াও কৃষকরাও পা মিলিয়ে ছিলেন।