কালিয়াচকের সাহাবানচক অঞ্চলে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি

নতুন গতি ওয়েব ডেস্ক : কালিয়াচক ৩ নং ব্লকের অন্তর্গত সাহাবানচক অঞ্চলের তথা ওই ব্লকের জাতীয় কংগ্রেসের লড়াকু নেতা, দক্ষ সংগঠক মোঃ আশরাফুল ইসলাম ( ডিলার) মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম নূর, চেয়ারম্যান ডাঃ মোয়াজ্জেম হোসেন ও এই ব্লকের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরী ও অন্যান্য পূর্ণাঙ্গ জেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মোঃ আশরাফুল ইসলাম মহাশয় কে তৃণমূল কংগ্রেসে স্বাগতম ও অভিনন্দন জানানো হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

     

    আশরাফুল ইসলাম জানান, বিগত কয়েক বছর থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ও মানুষের পাশে থেকে কাজ করছেন সেই কাজে আমরা অনুপ্রাণিত এবং আমার এলাকার তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন এর প্রতিটা কাজকর্ম আমাদের উদ্ভাবিত করেছে এবং রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপে আমরা অনুপ্রাণিত বোধ করছি তাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগামী দিন আমরাও মানুষের পাশে দাড়াবো তাদের সাহায্যে এগিয়ে আসব এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম।

     

    তৃণমূল নেতা ডাক্তার মোয়াজ্জেম হোসেন জানান, আমরা আমাদের এলাকায় বিভিন্ন কার্যকলাপ ও মানুষের সেবামূলক কাজ দীর্ঘদিন থেকে আমরা করে আসছি আগামীতেও আমরা মানুষের হয়েই কাজ করব মানুষের পাশে থাকব এবং আজকে যেসব অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাদেরকে আমরা সাদর স্বাগতম ও সবুজ অভিনন্দন জানাই।