ডায়মন্ড হারবারে তৃণমুল কার্যালয়ে সংবাদিক সম্মেলন করে দলের ইশতেহার প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পান্নালাল হালদার

ডায়মন্ড হারবারে তৃণমুল কার্যালয়ে সংবাদিক সম্মেলন করে দলের ইশতেহার প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পান্নালাল হালদার

    বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: আসন্ন বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পান্নালাল হালদার আজ ডায়মন্ড হারবার তৃণমুল কংগ্রেসের কার্যালয়ে সংবাদিক সম্মেলন করে এবারে মোট দশটি অঙ্গীকার নিয়ে দলের ইসতেহার প্রকাশ করলেন।  ১, বাংলায় সবার আহার নিশ্চিন্ত ২, প্রতি পরিবারকে নুন্যতম মাসিক আয় ৩, বার্ষিক উপাদন সুখী কৃষক ৪, এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা ৫, সবার নির্দিষ্ট থাকার বাসস্থান ৬, প্রতি ঘরে বিদুৎ ৭, অজস্র সুযোগ সমৃদ্ধ বাংলা ৮, আর্থিক সুযোগ সকল যুব ৯, উন্নত মানের স্বাস্থ্য বেবস্থা সুস্থ বাংলা ১০, শিল্প উন্নত বাংলা।  এবং তৃণমূলের মনোনীত প্রার্থী সকল কে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার সরকার গঠন করলে আরও বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করবে।  বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কে ভাঙার চেষ্টা করছে এদের থেকে রুখতে এবং দিদির হাতকে শক্তিশালী করতে তৃণমুল কংগ্রেসের ভোট দিতে আহ্বান করেন। আজ এই ইস্তেহার প্রকাশ ও সংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের তৃণমুল কংগ্রেসের সভাপতি মাহবুবার রহমান গায়েন, দ: ২৪ প: তৃণমুল ছাত্র ইউনিয়নের সভাপতি অমিত সাহা, দ: ২৪প: জেলা পরিষদ সদস্য উমাপদ পুরকাইত।