তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা মুগবসানে

নিজস্ব সংবাদদাতা :ভোটের ঢাক বাজতে আর খুব বেশি সময় নেই। তার আগেই রাজনৈতিক দলরা নেমে গেছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে। দিদিকে বলো কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি।

    কেশপুর ব্লকের মুগবসান অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার কেওটপাড়া অডিটোরিয়াম হলে সাংগঠনিক আলোচনা সভা হল। এছাড়াও দিদির সুরক্ষা কবজ কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পাঁচ নম্বর মুগবসান অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শেখ হাসানুজ্জামান এদিন বলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রতি কর্মীকে আদা জল খেয়ে মাঠে নেমে পড়তে হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতি প্রার্থীকে বিপুল পরিমাণ ভোটে জেতার দায়িত্ব নেতা কর্মী সমর্থকদেরকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে সমস্ত প্রকল্প সাফল্যের সঙ্গে রাজ্য জুড়ে চলছে সেগুলো সাধারণ মানুষকে আরো বেশি করে বোঝাতে হবে এবং সাধারণ মানুষ যাতে আরো বেশি করে ওই প্রকল্প গুলোতে অংশগ্রহণ করে তার দায়িত্ব নেতাকর্মীদেরকে নিতে হবে।

     

    এদিন উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা, সহ-সভাপতি শ্যামল আচার্য , ব্লক কিষান ক্ষেত মজদুর সভাপতির শংকর চক্রবর্তী, অঞ্চল কমিটির সদস্য সেখ ফারেশ, মইদুল খান, সেখ রওশন , সেখ সাবিরুল, অনিল ঘোষ, নূরুল হক সহ অন্যান্য নেতৃত্বরা।