|
---|
আজিম শেখ,বীরভূম : ইলামবাজার ব্লকে বিলাতি অঞ্চল নাচনসাহা গ্রামে তৃণমূল কংগ্রেসের শান্তি সমাবেশ মিছিল আয়োজন করা হয় ।দিকে দিকে বি,জে,পি র লাগামহীনসন্ত্রাসের প্রতিবাদে এই সভা করা হয়, এই সবাই উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু , জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ সাহা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নবকুমার ধীবর , শিক্ষা কর্মাধ্যক্ষ সামাদ মোল্লা, ভূমি কর্মাধ্যক্ষ দুলাল রায়
ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক সেখ মাহফুজ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাফরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ সেখানে হাজার হাজার লোকের সমাবেশ হয় জনসাধারণের হাজার হাজার লোকের ভিড় দেখে বোঝা যায় যে আগামীদিনের সমুদ্রের জোয়ারের মতো এই তৃণমূল কংগ্রেস প্রভাব ফেলছে নতুন করে এই বাংলায় এবং সেই সভায় কিছু সিপিএম এবং বি,জে,পি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন।