একশত দিনের কাজের মজুরি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ মিছিল

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে, কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে এবং একাধিক কেন্দ্রীয় সরকারের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে ও একশ দিনের কাজে বকেয়া মজুরি প্রদানের দাবিতে,এবং প্যান কার্ড এর সঙ্গে আঁধার কার্ডের লিঙ্ক করার নামে সাধারণ মানুষের মধ্যে হয়রানির বিরুদ্ধে ও ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার দাবিসহ একাধিক দাবিতে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন এর উদ্যোগে আসাপুরে এক প্রতিবাদ মিছিল বের করে। রবিবার বিকালে এই প্রতিবাদ মিছিল আসাপুর ঠাকুর তোলা থেকে রায়চক মোড় পর্যন্ত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মাথুর অঞ্চল কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া,বিশিষ্ঠ সমাজ সেবী কার্তিক গাঙ্গুলি,বুথ সভাপতি মনমোহন সাউ সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। কৃষাস সেলের সভাপতি দেবব্রত খাড়া বলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন এর উদ্যোগে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। এই মিছিলে শতাধিক এর বেশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।