|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সুব্রত কর এবং জয়ন্ত কর।এছারাও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন ডাক্তার ওমপ্রকাশ মিশ্র।ব্রাত্য বসু বতর্মান পরিস্থিতিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিয়েও অনেক কথা বলেন ডাক্তার ওমপ্রকাশ মিশ্রের সাথে। কিভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চলছে এবং বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার ঠিক কি চিন্তাভাবনা করছে সেটা নিয়েও আলোচনা হয়। বর্তমানে কি কি বিতর্ক নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বীপরিত পরিস্থিতি চলছে এবং কিভাবে তার নিরসন সম্ভব সেটা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।তিনি এও জানান উত্তরবঙ্গ থেকেই যাতে ছাত্রছাত্রীদেরা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই ব্যাপারে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।প্রয়োজন হলে তারা বাইরে থেকেও শিক্ষক আনবে বলে জানিয়েছে।