|
---|
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মিলনীতে তারকার মিছিল। গতকাল ফাসীদেওয়াতে তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মিলনীতে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ,রাজীব বন্দোপাধ্যায় পাপিয়া ঘোষ,গৌতম দেব এবং অলোক চক্রবর্তী।কুনাল ঘোষ এবং রাজীব বন্দোপাধ্যায় জানান তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে সিপিএম এবং বিজেপী। কিন্তুু মানুষ এই সব মেনে নেবে না,মমতা বন্দোপাধ্যায় ছিলেন আছেন এবং থাকবেন। মুখ্যমন্ত্রীর উন্নয়ন মুখী প্রকল্পের সুবিধা মানুষ পাবেন এবং পাচ্ছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবেন। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান,শিলিগুড়িতে ডেঙ্গুকে নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে অন্য দলগুলি। আর তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে যাচ্ছে।এটাই তফাৎ তৃণমূলের সাথে অন্যান্য দলগুলির। সব চক্রান্ত সব অপবাদ সব কিছুই হেরে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাজের সামনে। আমাদের একটাই লক্ষ এখন এক হয়ে মানুষের জন্য কাজ করে যাওয়া। মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন মানুষের ভোটে আমরা জয়ী হয়েছি তাই আমাদের মানুষের কথাই ভাবতে হবে। আর এটা মনে রেখেই আমাদের চলতে হবে।