|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যথেষ্টই আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। দলের তপশিলি জাতি-উপজাতি সেলের সভায় তিনি দাবি করেন, ২৫০ বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। এব্যাপারে তিনি জনগণের ওপরেই ভরসা রেখেছেন। তিনি বলেন, জনগণ বোঝাবে কার পাশে রয়েছেন তাঁরা। আসন সংখ্যা দেখে দিল্লির চেয়ার থরথর করে কাঁপবে বলে মন্তব্য করেন তিনি। অভিষেক দাবি করেন, বাংলার মানুষ মমতার সঙ্গে আছে।
করোনা পরিস্থিতিতে রাস্তায় নামেননি বিজেপি নেতারা। ভিন রাজ্য থেকে শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকারই ব্যবস্থা করেছে বলে দাবি করেন তিনি। সেই বিজেপি ভোটের রাজ্যে বহিরাগতদের আমদানি করছে। বাংলাকে অশান্ত করতে রাস্তায় নামছে বলেও অভিযোগ করেছেন যুব তৃণমূল সভাপতি। রামমন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগের পাশাপাশি অভিষেক বলেন সারা দেশে সাম্প্রদায়িকতার বীজ বুনছে বিজেপি।বাংলাতেও সেই সংস্কৃতির আমদানি করা হচ্ছে। বাংলায় কৃষকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সফল আন্দোলনের কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে সিঙ্ঘুতে কৃষকদের আটকাতে রাস্তায় পেরেক পোঁতার কড়া সমালোচনা করেন।
বিজেপি শাসিত রাজ্যে তফশিলিদের ওপরে বেশি আক্রমন। দলের তপশিলি জাতি-উপজাতি সেলের সভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালের এনসিআরবির তথ্য তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন। তিনি দাবি করেন, বিবিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তপশিলি জাতি-উপজাতিদের ওপরে আক্রমণ বেড়েছে ২৬ শতাংশ। তিনি আরও দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যে তপশিলি জাতি-উপজাতিদের ভয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু বাংলায় সেই ভেদাভেদ নেই।