|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলী থানার জালাবেরিয়া এক নম্বর অঞ্চলের চাঁদ পুরের বাসিন্দা, বছর ৩৫, সহদেব হালদার সোমবারের সন্ধ্যায় বাড়ির পাশেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারার মুহূর্তে চারিদিক থেকে ঘিরে ধরে দুষ্কৃতীরা, প্রথমে এলোপাতারি ছুরির আঘাত করতে থাকে। প্রাণভয়ে সহদেব তাদের হাত থেকে ছাড়িয়ে জীবন বাঁচাতে পানা পুকুরে ডুব দেয়। পুকুরপাড় থেকে নিরাপদ আশ্রয়ে পালানোর চেষ্টা করে। চারিদিক থেকে ঘিরে বেশ কয়েক জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারায় অবশেষে মৃত্যু সুনিশ্চিত করতে ঘাড়ে কোপ। সহদেবের মা,স্ত্রী ও সন্তান কাতর আকুতিতে ও পাষাণ হৃদয়ের দুষ্কৃতিদের মন গললো না। আশঙ্কা জনক অবস্থায় পুকুর পাড়েই লুটিয়ে পড়ে সহদেব হালদার স্থানীয় মানুষের দাবি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর দেয়া হয় কুলতলী থানায় । থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় রায় ।উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে ওই তৃণমূল কর্মীকে স্থানীয় জয়নগর কুলতলি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা তদন্ত নেমেছে কুলতলী থানার পুলিশ। সূত্রের খবর জমি সংক্রান্ত বিবাদ এই খুন। এখনো পর্যন্ত এই ঘটনা কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও জিজ্ঞাসা বাদের জন্য কয়েক জন কে থানায় নিয়ে আসে। এই খুনের বিষয় নিয়ে প্রতিবেশীরা আতঙ্কে। প্রতিবেশিরা বলেন ছেলেটি মিশুক প্রকৃতির থাকায় অকালে প্রাণ দিতে হল।