পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমান:  পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল মাখালতোড় হাইস্কুলে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কৃষাণ ক্ষেতমজদুরের সভাপতি কেষ্টধন বাগ,অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিতাইসুন্দর মুখার্জী,অগ্ৰদ্বীপ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

     

    এই সম্মেলন থেকে কেন্দ্রর সরকারের উপর ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। আজকের সম্মেলনে হাজার হাজার তৃণমূলের কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছিল।