নির্বাচনী ইশতেহারে মমতার মাস্টার স্ট্রোক এমনই জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা 

নির্বাচনী ইশতেহারে মমতার মাস্টার স্ট্রোক এমনই জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : রেশন নিয়ে নানা রকমের অনিয়মের অভিযোগ বারে বারে খাদ্য দপ্তরে জানিয়েছেন, সাধারণ মানুষ কিম্বা বিরোধী দল গুলি । রেশন নিয়ে সর্বদা বিরোধীরা অভিযোগ করছেন শাসক দলের নেতাকর্মীরা সরকার কর্তৃক রেশন কার্ড তাদের পরিবারের সব থেকে কম বয়সী সদস্যদের । আর বিরোধী দলের হাইস্কুলের পড়াশোনা শেষ হয়য়ার সময়ে ও মেলেনি রেশন কার্ড । অপর দিকে যারা প্রকৃত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের সরকারি পরিষেবা ঠিক মতো না মেলায় আজ তারা মমতা ব্যানার্জির নির্বাচনী ইস্তাহারে আসার আলো দেখিয়েছেন এমনই দাবি সাধারণের। পরিযায়ী শ্রমিকরা যে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, আম্ফান নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, শাসক দলের অন্দরে । সে ক্ষেত্রে বারেবারে জানিয়েছেন যে শাসক দলের নেতাকর্মীরা তারাই আমফানের টাকা পেয়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা তারা সেই সমস্ত সুযোগ সুবিধা পায়নি। নির্বাচন প্রাক্কালে নির্বাচনী ইশতেহারে মমতা ব্যানার্জির মাস্টারসটোক । তবে সর্বসাকুল্যে এই মুহূর্তের ঘোষণা মানুষের প্রভাব কেমন পড়বে সেটাই দেখার বিষয়।