|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দিদিকে বলো এবং বাংলার গর্ব মমতা সাফল্যের পর আসছে তৃণমূলের নয়া কর্মসূচী ‘সোজা বাংলায় বলছি’। আগামী ৩ জুলাই বিকাল ৪টের সময় এক ভার্চুয়াল বৈঠকে এই নতুন কর্মসূচীর সূচনা করবেন দলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সব সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও বর্ষীয়ান নেতারা। বিশেষ সূত্রে জানা গেছে, গোটা বিষয়টি ‘পিকে’ বা প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত। তার বুদ্ধিতেই বিজেপির বিরুদ্ধে লড়তে এই বিশেষ ক্যাম্পেন শুরুর সিদ্ধান্ত শাসকদলের। এই কর্মসূচী চলবে সোশ্যাল মিডিয়া ও অফলাইনে।
তবে তৃণমূলের এক অংশের মতে, এই ক্যাম্পেন টিম পিকে ও তৃণমূলের প্রথম সারির এক সাংসদ মিলে তৈরি করেছেন। ঠিক যেভাবে বিজেপির বিভিন্ন স্তরের নেতার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে প্রচার করছেন, সেভাবেই মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন। এতে যেমন সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যাবে, তেমনি জনমতও তৈরি করা যাবে।
সব কিছু ঠিক থাকলে আর মাস আটেক পরেই বেজে উঠবে রাজ্য বিধানসভা নির্বাচনের রণদামামা। তার আগে সময় থাকতে থাকতেই যতটা সম্ভব নিজের ঘর গুছিয়ে নিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মূল লক্ষ্য শুধু রাজ্যের ক্ষমতাই ধরে থাকা নয়, বিজেপিকেও সর্বশক্তি দিয়ে প্রতিহত করা। সেই লক্ষ্যপূরণের পথেই এবার হাঁটা দিতে সম্পূর্ণ এক নতুন কর্মসূচী আনছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।