বিজেপিকে রাজ্যে আনার পিছনে তৃণমূলের হাত আছে তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ বিজেপি মুখী: আব্বাস সিদ্দিকী

নতুন গতি ওয়েব ডেস্ক: বিজেপিকে রাজ্যে আনার পিছনে তৃণমূলের হাত আছে, তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে মুখ ফিরিয়েছে বিজেপির লোকেরাই আবার তৃণমূল এ গিয়ে যোগদান করছে কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি। বাম কংগ্রেস অবস্থা এখন ভালো না তাই মহা জোট হলে ২৯৪ আসনেই প্রার্থী দেবে আব্বাস আলী সিদ্দিকীর নতুন দল অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট। পাশাপাশি সমঝোতা না হলে মালদায় ৬ টি আসনে প্রার্থী দেবে এই নতুন দল।

    আজ মালদার কালিয়াচকের জালালপুরে এসে এমনই জানালেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস আলী সিদ্দিকী। তিনি এখানে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন এবং একত্রিত হয়ে কাজ করার আবেদন জানান পাশাপাশি এও বলেন টিএমসি কংগ্রেস সহ সব দলই তাদের লোক পাঠাচ্ছেন, যোগাযোগ রাখছেন কিন্তু এখনো অবধি কোন সিদ্ধান্ত হয়নি তবে প্রাথমিকভাবে আশিটা জায়গায় প্রার্থী দেওয়ার কথা মন স্থির করা আছে যেভাবে মানুষ এগিয়ে আসছে তার ফলে আরো বেশি আসনে প্রার্থী দেওয়া হতে পারে। ভোট কাটোয়া সম্পর্কে তিনি বলেন যদি শুধুমাত্র ভোট কাটারি উদ্দেশ্য থাকত তাহলে আমরা এইভাবে জোট করতাম না। ভিড়ে ঠাসা মাঠে তিনি যুবকদের এগিয়ে আসতে বলেন।