|
---|
দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: আমডাঙায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার এক। প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর রাতে আমডাঙার কামদেবপুর হাট থেকে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় বোমাবাজিতে খুন হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল। সেই ঘটনার আট দিন পর বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থেকে আমডাঙা থানার পুলিশ গ্রেপ্তার করেছে আলমগীর শেখ ওরফে আফতার শেখকে।
ধৃত ব্যক্তি বোমা তৈরিতে দক্ষ বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, আলমগীরের তৈরি বোমা দিয়েই আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের উপর হামলা চালানো হয়েছিল। তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এদিকে, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তোয়েব নামে একজনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার ধরা হল আলমগীরকে। বাংলাদেশে পালানোর ছক ছিল আলমগীরের। কিন্তু তা আর হল না। পুলিশের জালে ধরা পড়ল আলমগীর।