সাঁইথিয়ার পর এবার মল্লারপুরে তৃণমূল নেতাকে বোমা মেরে খুন

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    মল্লারপুরে তৃণমূল নেতাকে বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা।
    বীরভূমে সাঁইথিয়ার পর এবার মল্লারপুরে এক তৃণমূল নেতাকে খুন করা হল।
    বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামের তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। তৃণমূল নেতা বায়তুল্লা শেখ ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্যও ছিলেন। বাইতুল্লার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জানা যায় শনিবার সন্ধ্যা নাগাদ বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। বাইতুল্লাকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতেই গুরুতরভাবে জখম হন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একদিন পরেই ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের কলকাতায় শহীদ সমাবেশ কর্মসূচি। যার প্রচার অভিযান কর্মসূচি নিয়ে ব্যস্ত জেলার প্রায় সমস্ত তৃণমূল নেতাকর্মীরা। আর ঠিক সেই সময়ে খুনের ঘটনা ঘটল বীরভূমে। ২১শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের আগেই তৃণমূল নেতা খুন, এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়ূরেশ্বরের তৃনমূল বিধায়ক অভিজিৎ রায় জানিয়েছেন একুশে জুলাইয়ের আগে এই খুন উদ্দেশ্য প্রণোদিত। এই ঘটনা সিপিএমের হার্মাদ বাহিনী ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
    যদিও সিপিএমের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিএমের তরফে জানানো হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই খুন।

    কিছুদিন আগেই বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে তৃনমূল অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। এক সপ্তাহ পার হতে না হতেই আবারও এক তৃণমূল নেতাকে খুন করা হল। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
    ঘটনাস্থলে জেলা পুলিশের পদস্থ কর্তারা সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।