|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পুজো নিয়ে হাইকোর্টের রায়ে দুঃখিত তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মতে এই রায় পুজো উদ্যোক্তাদের হতাশ করবে। তিনি বলেন, এই রায়ের ফলে পুজো কমিটি গুলি প্রবল ক্ষতির সম্মুখীন হবে। একইভাবে সরকার যে সাহায্য পুজো কমিটিগুলিকে করেছিল তাও সঠিকভাবে ব্যবহার করা যাবে না। মানুষ পুজোর আনন্দ থেকে বঞ্চিত হবে। আসলে যে সমস্ত পুজো কমিটি গুলি পুজোর আয়োজন করে ছিল তাঁরা সুরক্ষার সবরকম ব্যবস্থা করেই সমস্ত আয়োজন করেছিল। কেউ চান না কোভিড আক্রান্ত হতে। বা কোনও পুজোই কোভিড ছড়ানোর লক্ষ্যে করা হয় না। হাইকোর্টের এই সিদ্ধান্ত মানুষকে দুঃখিত করবে। এখন দেখার সরকার কি চায়? কারণ যাবতীয় নির্দেশ আদালত সরকারের বিরুদ্ধেই দিয়েছে। সরকার তা মানবে না ডিভিশন বেঞ্চে যাবে এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত।