|
---|
জাহির হোসেন মন্ডল ও সাকিব হাসান, সোনারপুর: এমনই এক অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত খেয়াদহ ১নং অঞ্চলের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। গ্রামবসািদের অভিযোগ আমাদের এলাকা থেকে ১নং খতিয়ান ভুক্ত জমি থেকে অবৈধ্য ভাবে কিছু অসাধু ব্যবসায়ী রাত্রে ও দিনের বেলায় JCB দ্বারা মাটি কেটে লরি ভর্তি করে নিয়ে যাচ্ছে। এতে এলাকার মানুষের সমস্যার মুখে পড়তে হচ্ছে, রাস্তাতে মানুষ ঠিক ঠাক চলাচল করতে পারেছেনা। এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এালাকাবাসির অভিযোগ খারদহ ১নং পঞ্চায়েত প্রাধান গোরাচাঁদ নস্কর-এর মদতে এইসব অবৈধ কাজ চলছে। এবং তাদের আরও অভিযোগ এ বিষয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই।