নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল , সিবিআই তদন্তের দাবি বিজেপির !

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল , সিবিআই তদন্তের দাবি বিজেপির !

    মহঃ মফিজুর রহমান , নতুন গতি : বুধবার নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে শাসক ও বিরোধীদলের কাজিয়া।জোড়াফুলের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ , ” এটা চক্রান্ত। বিরোধীদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রীর উপর আঘাত হানা হল ।” এই ঘটনার চরম নিন্দা জানিয়েছেন কুণাল ঘোষ। একধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন গেরুয়া শিবিরের দিকে। চন্দ্রিমার অভিযোগ, ” বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। ” তার কথায়, ” প্রচারের প্রথম দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়ে ছিলেন নন্দীগ্রামের মানুষ তাঁর সঙ্গেই রয়েছেন। তার পরই এই হামলা হল।”
    অন্যদিকে শাসকদলের এই ষড়যন্ত্রের অভিযোগকে পাত্তা দিতে নারাজ বিরোধী শিবির। বরং এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কটাক্ষ, ” মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া এমন নাটক করেন। এটা সমবেদনা পেতে রাজনৈতিক ভন্ডামি।” প্রায় একই সুর নন্দীগ্রামে জোটের প্রার্থী মীনাক্ষি মুখার্জীর গলাতেও । এই বামনেত্রীর কথায়, ” মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নাটক করেন। এটা তাঁর আরও একটা নাটকই।” অন্যদিকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় শাসকদলের চক্রান্তের অভিযোগকে নস্যাৎ করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ” সিবিআই তদন্ত করে দেখা হোক। মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখুক নির্বাচন কমিশনও।” পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, ” উনি তো মুখ্যমন্ত্রী। জেট প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। রাজ্যের আইন শৃঙ্খলা তো তাঁর হাতেই। তিনি যদি এরকম ভাবে আক্রান্ত হন, তাহলে রাজ্যবাসীর কী অবস্থা হবে ?”