খয়রাশোলের গোষ্ঠডাঙ্গাল ময়দানে অনুব্রত মণ্ডল ছাড়াই তৃণমূলের জনসভা

নিজস্ব সংবাদদাতা: বীরভূমের খয়রাশোলের গোষ্ঠডাঙ্গাল ময়দানে গতকাল শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক জনসভা আয়োজিত হয়। সেই জনসভার পাল্টা জনসভা হিসেবে সেই ময়দানেই শনিবার তৃণমূলের এক বিশাল জনসভার আয়োজন করা হলো। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেই তৃণমূলের এই জনসভা আয়জিত হল।

    এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়,, সাংসদ শতাব্দী রায়, তৃণমূল জেলা সহ-সভাপতি মলয় মুখার্জি, বিধায়ক রানা সিংহ , বিধায়ক বিকাশ রায় চৌধুরী জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলা যুব সভাপতি দেবব্রত সাহা, সাংসদ অসিত মাল, খয়রাশোল ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন তৃণমূল নেতৃত্ব। এই জনসভায় সংসদ শতাব্দী রায় বলেন বিজেপি আগের নির্বাচনে যে কটা সিট পেয়েছিল এবারে নির্বাচনে সে সেটাও পাবে না।

    আগের নির্বাচনে তারা যে আঠারোটা আসন পেয়েছিল এবারে আটটা আসন পাবে কিনা সে বিষয়েও খোদ বিজেপিরই সংশয় রয়েছে। বলে মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল তাদের অস্তিত্ব থাকবে না। কারণ ইতিহাস বলে সম্প্রদায়িক দলের কোনদিন অস্তিত্ব থাকেনি।