|
---|
সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : আর জি কর কাণ্ডের দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে পথযাত্রা এবং অবস্থান-বিক্ষোভ ভগবতীপুরে। প্রসঙ্গত চন্ডীতলা ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস ও ভগবতীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে পথযাত্রা এবং অবস্থান-বিক্ষোভ ভগবতীপুরে। দোষীদের ধরতে সিবিআই এর দেরি কেন হচ্ছে জবাব চাই জবাব দাও। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ ও তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ সানকি। এছাড়া হুগলি জেলা পরিষদের সদস্য সদস্যা ও চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শেখ মোশারফ আলী এছাড়া সদস্য সদস্যা বৃন্দ হুগলি জেলা পরিষদের সদস্য সদস্যা ও ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান,সদস্য ও আইয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রমুখ। আজকের অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি লক্ষণীয়।