তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভা হয়।

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : আজ বৈকাল সাড়ে চারটে নাগাদ নবাবপুর অঞ্চলের আলিপুর থেকে নবাবপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল এবং পথসভা হয় নবাবপুর বাজারে সমাপ্ত হয়। প্রসঙ্গত আর জি কর কাণ্ডের দোষীদের ফাঁসি দাবিতে স্লোগান ওঠে উক্ত মিছিলে বারবার। মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য সদস্যা ছাড়াও চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি ও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যবৃন্দ। নবাবপুর বাজারে বক্তব্য রাখেন চন্ডীতলা ব্লক ১ নম্বর সভাপতি মলয় খা এছাড়া চন্ডীতলা চন্ডীতলা চন্ডীতলা ১ নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ সানকি ছাড়াও হুগলি জেলা পরিষদের সদস্য ভোলানাথ চ্যাটার্জি এবং হুগলি জেলা পরিষদের সদস্যা দেবযানী ব্যানার্জি নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্য প্রত্যেকেই বিজেপি এবং সিপিএমকে তুলধনা করেন।