তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের নির্বাচনী প্রচার

সেখ সামসুদ্দিন, ১ মেঃ বর্ধমান পূর্বে লোকসভা ভোটের দিন আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। জামালপুর ব্লকের প্রতিটা অঞ্চলেই জোরালোভাবে চলছে তৃণমূলের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের হয়ে ভোটের প্রচার। আজ প্রার্থীকে নিয়ে ভোটের প্রচার করা হয় জামালপুরের চারটি অঞ্চলে। সকাল আটটা থেকে শুরু হয়ে প্রচার আঝাপুর অঞ্চলের আঝাপুর, নবগ্রাম, মশাগ্রাম এবং পাঁচড়া অঞ্চলের পাঁচড়া, হাবাসপুর, দাদপুর এবং সারাংপুরে প্রচার করেন তৃণমূলের লোকসভার নির্বাচনের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। আজ প্রচারে তাঁর সাথে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, মহিলা নেত্রী মিঠু মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, আঝাপুর অঞ্চল সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত, পাঁচড়া অঞ্চল সভাপতি জয়দেব দাস সহ অন্যান্যরা। সকাল আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলে প্রথম পর্বের প্রচার। বিকালে তিনি প্রচারে যান পাড়াতল ১ ও পাড়াতল ২ অঞ্চলে। পাড়াতল ১ অঞ্চলের মহিন্দর কালীতলা থেকে শুরু হয় প্রচার। সেখান থেকে সহপুর, পর্বতপুর, কালাপাহাড় হয়ে পাড়াতল ২ অঞ্চলের বাহাদুরপুর, শ্রীমানপুর, শিপতাই ও মথুরাপুরে প্রচার করেন প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। ওই দুই অঞ্চলে বিধায়ক, ব্লক সভাপতি সহ সকলের সাথে ছিলেন এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, জেলা এসটি সেলের সভাপতি তারক টুডু, ছিলেন পাড়াতল অঞ্চল সভাপতি আনোয়ার সরকার প্রধান মাবিয়া বেগম শেখ সহ অন্যান্যরা। প্রচারে বেরিয়ে প্রার্থী সহ সকলে মানুষের বাড়ী বাড়ী ঘোরেন। এবং আসন্ন লোকসভা ভোটে তাঁকে আশীর্বাদ করে জেতানোর কথাও বলেন। এছাড়াও প্রতিটি বাড়িতে বাড়িতে খোঁজ নেন মায়েরা সকলে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন কিনা বা বার্ধক্য ভাতা পাচ্ছেন কিনা? সরকারী সকল প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছেন কিনা। প্রার্থী শর্মিলা সরকার বলেন মানুষের এই উচ্ছ্বাস ও ভালোবাসাই বলে দিছে যে এখান থেকে জেতা তাঁর সময়ের অপেক্ষা। বিধায়ক অলক কুমার মাঝি বলেন বিধানসভা ভোটে জামালপুরের মানুষ তাঁকে আশীর্বাদ করে এখানকার বিধায়ক বানিয়েছেন তাই লোকসভা ভোটেও তার ব্যতিক্রম হবে না। তাঁর মতো শর্মিলা সরকার ও জামালপুরের মানুষের আশীর্বাদ পেয়ে এখান থেকে জয়লাভ করবেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন জামালপুর থেকে নিঃসন্দেহে দলীয় প্রার্থী শর্মিলা সরকার বিপুল ভোটে জয় লাভ করবেন। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। প্রচারে এত মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে জামালপুরে ভোটের ফল তৃণমূলের পক্ষেই যাবে।