ফেসবুকে ভারতীয় সেনার বিরুদ্ধে তৃণমূল নেতার বিতর্কিত পোস্ট ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি ডেস্ক, দক্ষিন দিনাজপুরঃ

    গত বৃহস্পতিবার পুলওয়ামায় ৫৪ নম্বর সিআরপিএফ ৪৫ জন জওয়ানদের ওপর যেভাবে পাকিস্তানী সন্ত্রাসবাদীরা নারকীয়তা ও কাপুরুষতার সাথে হত্যা কাণ্ড চালাই তার প্রতিবাদে সারা দেশ জুড়ে যখন নিন্দার ঝড় বইছে ঠিক সেই ঘটনার পর ফেসবুকে ভারতীয় সেনার বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তৃণমূল নেতা।

    গোটা দেশ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে শোকপ্রকাশ করছেন, তখন যুব তৃণমূলের বালুরঘাটের টাউন সহ সভাপতি শান্ত সরকার ভারতীয় সেনাকেই কাঠগড়ায় তোলেন।
    পুলওয়ামা-কাণ্ডের পর দলমত নির্বেশেষ সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা সন্ত্রাসাবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে। এরই মধ্যে তৃণমূল নেতা শান্ত সরকার ভারতীয় সেনাদের কাঠগড়ায় তুলে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

    আর এই দেশবিরোধী মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস কড়া ব্যবস্থা নেয়। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
    ফেসবুকে একটি পোস্টে ভারতীয় সেনার বিরুদ্ধে কাশ্মীরিদের হত্যা ও মহিলাদের ধর্ষণের অভিযোগ করা হয়। সেই পোস্টে লাইক ও শেয়ার করেন তৃণমূল নেতা।
    অভিযুক্ত শান্ত কুমার সরকার তৃণমূলের এসএসটি সেলের বালুরঘাটের সভাপতি ও টাউন যুব তৃণমূলের সহ সভাপতি ছিলেন।

    রবিবার তৃণমূল কংগ্রেসের এসএসটি সেলের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সত্যেন রায় জানিয়েছেন যে শান্ত কুমার সরকারকে তার কৃতকর্মের জন্যই পদ থেকে বহিঃষ্কার করা হয়েছে। বিষয় নিয়ে দলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের সাথে আলোচনা করে করেই এসএসটি সেলের বালুরঘাটের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্ত কুমার সরকারকে।

    বহিস্কারের ব্যাপারে অভিযুক্ত শান্ত সরকার জানিয়েছে, এই ব্যাপারে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে লিখিতভাবে ক্ষমাও চাইবেন বলে জানিয়েছেন তিনি।
    অভিযুক্ত এই তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুল করে এমন একটি পোস্ট করে ফেলেছিলেন। যদিও পরে তিনি তাঁর ভুল বুঝতে পারেন এবং তা ডিলিটও করে দেন।