তৃণমূল ছাত্র পরিষদের উদ্দ্যোগে প্রস্তুতি সভা

আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্দ্যোগে প্রস্তুতি সভা করা হল। ব্লকের মানকর কলেজে ওই প্রস্তুতি সভা করেন ব্লক ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম। সভায় যোগদান করেন অসংখ্য কলেজ পড়ুয়া। জানা গেছে, আগামী ২৮ শে আগস্ট কোলকাতার মেয়ো রোড়ের গান্ধী মুর্তীর পাদদেশে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। যেখানে ব্লকের অসংখ্য কলেজ পড়ুয়ারা অংশ গ্রহন করবে। সেই প্রতিষ্ঠা দিবস কে সফল করতেই ওই কর্মসুচি বলে জানান ব্লক ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, জেলা তৃণমূলের সহ সভাপতি জাকির হোসেন, তৃণমূল নেতা সুন্দর পাশোয়ান সহ কলেজের পড়ুয়ারা।