তৃণমূল কংগ্রেসের ডাকে আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল।

সেখ আব্দুল আজিম,সিঙ্গুরাওলি : বড়রামবাটি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ডাকে আর জি কর কাণ্ডের নিশংস হত্যাকারী ফাঁসির দাবিতে আঞ্চলিক সভাপতি সুশান্ত ব্যাগ এর নেতৃত্বে বলারামবাটি থেকে প্রধান উপ প্রধান গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা সহ ১৭টি বুথ থেকে ৮০০ থেকে ৯০০ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ পায়ে পা মিলিয়ে আজকে সুবিশে বিশাল মিছিল অনুষ্ঠিত করেন
সকালে একটাই দাবি দোষীদের ফাঁসি চাই।