তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রোগীদের হরলিক্স ও ফল বিতরণ বিধায়কের

রহমতুল্লাহ, সাগরদিঘী : বুধবার ১লা জানুয়ারি দিকে দিকে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন স্বীকৃতি প্রদান করে। সাগরদিঘী ব্লক তৃণমূল কার্যালয়েও তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন সাগরদিঘী বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস।এদিন সকালে সাগরদিঘী ব্লক ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে দলীয় পতকা উত্তলন করে শুরু হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।

    বিধায়ক বাইরণ বিশ্বাস ও তাঁর সহকর্মীরা সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে একটা করে হরলিক্স এবং ফলের প্যাকেট তুলে দেয়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন তৃণমূলের ব্লক নেতৃত্বরা। সাগরদিঘী ব্লক তৃণমূল কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস, তৃণমূলের ব্লক সহ-সভাপতি কিসমত আলী, রেজাউল্লাহ শেখ, সঞ্জয় জৈইন সহ অন্যান্য তৃণমূল নেতারা।