|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: জল্পনা সত্যি করে বিধায়ক পদ ও দল থেকে ইস্তফা দিলেন ত্রিপুরার এক বিধায়ক সুদীপ রায় বর্মণ।
ত্রিপুরা বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। এ ছাড়া বিধায়ক পদ ও দল থেকে পদত্যাগ করেছেন আরেক বিধায়ক আশিষ সাহা।
আর এদিনই দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন তাঁরা। দল ছাড়ার আগে অবশ্য বিপ্লব দেবের নামে বিষোদগার করেছেন সুদীপ।