কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে, তৃতীয় দফার প্রতিবন্ধী ও ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলছে

 

    বাবলু হাসান লস্কর,নতুন গতি, দক্ষিণ চব্বিশ পরগনা:

    তৃতীয় দফার ভোট এর পূর্বে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বিধানসভায় প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের সরকারি আধিকারিকদের সহযোগিতায় ভোটদান প্রক্রিয়া চলছে । তেমনি চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায় । কেন্দ্রীয় সামরিক বাহিনী এবং ইলেকশন কমিশনের কর্মীদের সহযোগিতায় বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নিচ্ছেন । আর এই ভোট নেওয়া দেখতে এলাকার মানুষ জড়ো হওয়ার । কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ও ভোটের কাজে নিয়োজিত ব্যক্তিরা দেখতে আসা স্থানীয় মানুষদের দূরে সরিয়ে দিচ্ছেন। দেখা মিলছে প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে এই মুহূর্তে ভোট নিচ্ছেন । আর এতে প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের কথায় আমরা ভোট দিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোট দিতে পারতাম না, অসুস্থ হয়ে পড়তাম পরে বাড়িতে চলে আসতেই হতো। নির্বাচন কমিশনের নিয়মে ভোটার রা স্বস্তির নিঃশ্বাসে । 2021পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে এই প্রথম সাধারণ নাগরিক রা নিজেদের ভোট নিজেরা আরামের সাথে ভোট নিজেই দিচ্ছেন। ভোট দেওয়ার পর ব্যালট পেপার ভোট বাক্সবন্দি করছেন । বাক্সবন্দী হচ্ছে কিনা দূরে থাকা পরিবারের অন্য সদস্য,
    নিজেরাই তদারকি করছেন। সুন্দরবন লাগোয়া নদীবাঁধ বেষ্টিত এই বুথ গুলিতে পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে পৌঁছাতে হচ্ছে তাদের । এতেই ভোট কর্মীদের অধিক মাত্রায় প্ররিশ্রম করতে হচ্ছে ।।