|
---|
খান আরশাদ, বীরভূম: লরির ধাক্কায় মৃত্যু হল অপর এক লরি চালকের। মৃত ব্যক্তির নাম হাবল সেখ । বয়স আনুমানিক ৩৭। বাড়ি বীরভূমের দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের খোজ-মহম্মদপুর গ্রামে। দূর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলবেলা দুর্গাপুরের মুচিপাড়া কাছে। স্থানীয়রা জানায় হাবল সেখ ও তার ভাই জয়দেব ঘাট থেকে একটি লরিতে পাথর বোঝাই করে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। মুচিপাড়ার কাছে লরি দাড় করিয়ে লরি থেকে নামতে যায়। সে সময়ই উল্টো দিক থেকে আসা অপর একটি গরু বোঝাই লরি সেখ হাবলকে ধাক্ককা দেয় সজোরে। ফলে পাথর বোঝাই লরির চালক হাবল সেখ গুরুগত জখম হয়। স্থানীয় লোকজন তড়িঘড়ি হাবলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে কোকওভেন থানা এবং সগড়ভাঙ্গা ফাঁড়ির পুলিশ পৌঁছে। এবং দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যায়। সোমবার বিকেলে দুবরাজপুরের খোজমহম্মদপুর গ্রামে মৃতদেহ নিয়েে আসা হয় ও জানাজার নামাজের পর তাকে কবরস্থ করা হয়। ঘটনায় বীমভূমেের দুবরাজপুরের খোজ মহম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।