|
---|
সেখ সামসুদ্দিন, ১৯ জানুয়ারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের মায়ের কোলের কাছে একটি মাটি বোঝায় ট্রাক্টর মেমারি থেকে সাতগেছিয়ার দিকে যাওয়ার পথে একটি লরি ট্রাক্টরটিকে ওভারটেক করছিল। সেই সময় ট্রাক্টরের বামসাইডে এক সাইকেল আরোহী থাকায় সাইকেল আরোহীকে বাঁচাতে ট্রাক্টরটি ডানসাইডে চাপতেই লরিটির সাথে সংঘর্ষ হয়। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ট্রাক্টরটি এবং ট্রাক্টর চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা সেই মুহূর্তে ট্রাকচালককে চিকিৎসার জন্য মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সংঘর্ষের পরেই লরি চালক পলাতক। কিছুক্ষণের জন্য এলাকায় রাস্তা অবরূদ্ধ হয়ে পড়ে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
অপরদিকে দুপুর ৩ টে নাগাদ মেমারি নুদিপুরের কাছে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। স্থানীয় মানুষের সহায়তায় আহতদের মেমারি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে জানা যায় তিন বন্ধু একটি স্কুটিতে বেপরোয়া গতিতে মেমারির দিকে আসছিল। সেই সময় অপরদিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মেমারি গ্রামীণ হাসপাতালে আহতদের নিয়ে আসা হলে, আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়।