|
---|
নিজস্ব সংবাদদাতা,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুমরুল এবং করিশুণ্ডা গ্রামের যথাক্রমে “আশার প্রতীক চ্যারিটি ফাউন্ডেশন,” ও “করিশুণ্ডা নম্বর ওয়ান,” এর উদ্যোগে গ্রামের দরিদ্র পরিবার গুলিকে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।করোনা প্রভাবে এখন বিশ্বব্যাপী। এদেশেও বাড়ছে তার ভয়াবহতা তারই প্রতিরোধকল্পে রাজ্যে তথা দেশজুড়ে চলছে “লক ডাউন। সেই দরিদ্র পরিবারের পাশে থেকে সাধ্যমত কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হলো,জানালেন কুমরুল ‘আশার প্রতীক চ্যারিটি ফাউন্ডেশন’ এর পক্ষে সেখ রামিজ,মোস্তাফিজুর রহমান,আবুল কালাম আজাদ ও সেখ রাকেশ,ফিরোজ মণ্ডল প্রমুখ।বাগ্দী,কর্মকার,ঘোষ,বাউরি, উত্তর,পশ্চিম ও মাঝ পাড়া ইত্যাদি এলাকার ১২০ টি পরিবারকে নির্দিষ্ট করে আজ ৬০টি পরিবারের মধ্যে প্রতিটিকে চাল-৪কেজি,আলু দেড় কেজি,পেঁয়াজ, সয়াবিন সাবান ও সাবান গুঁড়ো দেওয়া হয়। অনুরূপ ভাবে করিশুণ্ডা গ্রামের দরিদ্র পরিবারের মানুষের হাতে তুলে দেওয়া হয় ৪কেজি চাল,২কেজি আলু, সয়াবিন ও সাবান। ‘করিশুণ্ডা নম্বর ওয়ান,’ এর সম্পাদক মীর নজরুল ইসলাম ও সভাপতি শেখ সাহেব জানালেন যে,তাঁরা ৩ শত দরিদ্র পরিবারের মাঝে সাহায্য করার জন্য লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেছেন।আজ ১৭ এপ্রিল ৫০জনকে এই দান তুলে দেওয়া হলো।একটা জিনিস লক্ষ্যণীয় বিষয় যে দরিদ্র মানুষেরা লক ডাউন এর ফলে যে সংকটে পড়েছে তার কিছুটা হলেও সুবিধা পাচ্ছে।