Isf ও বাম এর মিছিলে অনুমতি না পাওয়ায় তুলকালাম ডায়মন্ড হারবার পেট্রোল পাম্প এলাকায়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ভাঙ্গরে মনোনয়ন পত্র জমা দেওয়া কেন্দ্র করে আই এস এফ কর্মী তৃণমূলের কর্মীদের হাতে খুন সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে,এদিন ডায়মন্ড হারবার সিপিআইএম ও অই এস এফ এর উদ্যোগে এক মিছিলের আয়োজন করেন। ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন এই মিছিলে অনুমতি না দেওয়ার কারণে এক তুলকালাম হয় পুলিশ ও আই এস এফ ও সিপিআইএম সমর্থকদের মধ্যে। এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব প্রতিকুর রহমান, আই এস এফ জেলার নেতৃত্ব সাহাদাত হোসেন,দেবাশিস,সাদ্দাম হোসেন সহ আরো অন্যান্য কর্মী সমর্থক।