|
---|
খান আরশাদ, রাজনগর: বীরভূমের রাজনগরের দিঘিআগাল গ্রামে রাজনগর গ্রাম পঞ্চায়েতের তরফে একটি নিকাশি নালার তৈরীর কাজ চলছিল কয়েক দিন আগে, সেই সময় যারা নিকাশি নালার কাজ করছিলেন তারা সেখানে একটি সুরঙ্গ দেখতে পান। ঘটনার কথা চারিদিকে চাউর হতে থাকে। এরপর দুই দিন পর বেশ কিছু লোক এই সুড়ঙ্গে গুপ্তধন লুকিয়ে আছে বলে রাত্রিবেলা খোঁড়াখুঁড়ি শুরু করে। এই কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। সুরঙ্গ খুঁড়তে আসা ব্যক্তিরা পুলিশ আসতে দেখেই চম্পট দেয় সেখান থেকে। এরপর ঐ সুরঙ্গটি পুলিশ প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য গঙ্গাধর গড়াই ও নিকাশি নালার তৈরি করতে আসা এক শ্রমিক অবিনাশ দাস জানিয়েছেন এটা ঠিক সুরঙ্গ পথ নয় বরং দেয়াল চাপা পড়ে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে, লোকে এটাকে সুরঙ্গ বলে মনে করছে। পাশেই দরগা শরীফ থাকায় এই দরগা শরীফের পীরবাবারা এই সুরঙ্গ দিয়ে যাতায়াত করেন বলে বিশ্বাস স্থানীয় কিছু ভক্তদের।