|
---|
নিজিস্ব সংবাদদাতা:গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার যৌথ উদ্যোগে বাগডোগরা গোঁসাইপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সেভেন এম এম পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেপ্তার করা হল দু’জনকে ।
অভিযুক্তদের নাম কালীচরণ বর্মন এবং প্রশান্ত রায় । তাদের দু’জনকেই পুলিশ রিমান্ডে নিয়ে আরও কারা এই কাজে যুক্ত তাদের খোঁজ করতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ । তাদের বিরুদ্ধে এর আগেও অনেক অপরাধমুলক কাজের অভিযোগ ছিল পুলিশের কাছে।পুলিশ তাদের জেরা করে জানতে চেষ্টা করছে তাদের সাথে আর কে কে জড়িত আছে। গত দু সপ্তাহ আগে পুলিশ কার্তুজ এবং পাইপগান সহ তিনজনকে আটক করে বাগডোগরা থেকে।তাদের সাথে এই আটক হওয়া দুজনের কোন সম্পর্ক আছে তা খতিয়ে দেখছে পুলিশ।