|
---|
খেলা থামিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়লেন দু’জন অস্ট্রেলিয় নাগরিক। হাতে প্ল্যাকার্ড “Stop Adani”
নতুন গতি ওয়েব ডেস্ক : ভারতের অস্ট্রেলিয়া সফরের প্রথম ওয়ান ডে ম্যাচ শুরু হয়েছে আজ সিডনিতে। খেলা থামিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়লেন দু’জন অস্ট্রেলিয় নাগরিক। হাতে প্ল্যাকার্ড।
আদানি বিরোধী (“Stop Adani”) আন্দোলন গোটা অস্ট্রেলিয়া জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। পরিবেশ ধ্বংস করে ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হয়েছে অস্ট্রেলিয়া। আদানিকে SBI -এর ১ বিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাবের বিরুদ্ধে ভারতেও প্রতিবাদ হয়েছে। এবার সরাসরি প্রতিবাদকারীরা মাঠে নামলেন খোদ অস্ট্রেলিয়াতে। মঞ্চ হিসাবে বেছে নিলেন ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচকেই।
ভারত সরকারের পয়লা নম্বর বন্ধু গৌতম আদানির বিরুদ্ধে বিদেশের মাঠিতে বিক্ষোভ, আর দেশে গতকাল থেকেই শুরু হয়েছে হরতাল, বিক্ষোভ। আজ সকাল থেকেই অন্য মেজাজে কৃষক বিক্ষোভের ছবি ভাইরাল হয়েছে।