বীরভূমের রেঙ্গুনি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু দুই ভাইয়ের, দেহ আটকে রেখে পুলিশকে তাড়া গ্রামবাসীদের

খান আরশাদ, বীরভূম :বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। উত্তরপ্রদেশের মথুরা জেলার বিষ্ণু তানোওয়ার(২২) ও বিকাশ তানোওয়ার(২৪) নামে দুই ভাই ধান কাটার মেশিন নিয়ে পশ্চিমবঙ্গে ধান কাটার কাজে এসেছিলেন।

    আজ রবিবার সকাল সাড়ে নটা নাগাদ ধান কাটার গাড়ি নিয়ে বীরভূমের জশপুর অঞ্চলের ছানুছ গ্রাম থেকে ধান কাটার পর সদাইপুর থানার রেঙ্গুনী গ্রামে যাওয়ার পথে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই দুই ভাইয়ের। ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারটি ধান কাটা মেশিনের গাড়িতে লেগে এই দুর্ঘটনা ঘটে । বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই দুই ভাইয়ের। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেহ দুটি তুলতে গেলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। ক্ষিপ্ত হয়ে পুলিশকে তাড়া করে এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎ দপ্তরকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি। ১১ হাজার ভোল্টের তারটি ছিড়ে পড়েছিল বলে জানা গেছে। ক্ষিপ্ত জনতা দেহ দুটি আটকে রেখে পুলিশকে তাড়া করে। ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা না এলে দেহ ছাড়া যাবে না বলে গ্রামবাসীদের দাবি ।পরে অবশ্য মৃতের এক নিকট আত্মীয় গ্রামবাসীদের সাথে কথা বলে দেহ দুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি পাঠান। এই ঘটনায় জখম হন ধান কাটা মেশিনের গাড়ির চালকও। তাকে সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।