রাজস্থান যাওয়ার আগে মৃত দুটি উট, বিমর্ষে হরিশ্চন্দ্রপুর পুলিশ

মহঃ নাজিম আক্তার, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর: উদ্ধার হওয়ার ২১ দিন পর আবারও মারা গেল একটি উট। উল্লেখ্য,২২ নভেম্বর গভীর রাতে একটি ট্রাকে করে ১৯ টি উট বাংলাদেশে পাচার করা হচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্ররপুর থানার পুলিশ কুশিদা জিপির মারাডাঙী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে।

    গাড়িসহ উটগুলিকে থানায় নিয়ে আসে।ট্রাকটি থেকে ১৯ টি উট উদ্ধার করেছিল পুলিশ। খাওয়া ও যত্নের অভাবে সেদিন ভোরেই মারা যায় একটি উট। ২১ দিনের মাথায় শুক্রবার সকাল ৫ টা নাগাদ আবারও মারা গেল একটি উট। বিমর্ষে রয়েছে পুলিশ প্রশাসন।

    হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান, এক জায়গায় দীর্ঘ ২২ দিন ধরে থাকার ফলে উট গুলি অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছে। নিম পাতা ছাড়া অন্য কোন গাছের পাতা খাই না। হরিশ্চন্দ্রপুর এলাকায় সেরকম বিশেষ নিম গাছ দেখাও যায় না। তাই দূরদূরান্ত থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয় নিমপাতা। আবহাওয়া পরিবর্তন, খাওয়ার অভাব, অসুস্থতা ও দুর্বলতার ফলে আবার মারা গেল একটি উট। উট গুলি উদ্ধার হওয়ার পর দিল্লির এক এনজিও সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছিল।

    এনজিও আধিকারিকগন উটগুলি দেখেও গেছে। এক সপ্তাহের মধ্যে রাজস্থানে নিয়ে যাওয়ার কথা ছিল। উট গুলিকে নিয়ে যাওয়ার জন্য রাজস্থান থেকে গাড়ি পাঠিয়েছে। শনিবার উট গুলোকে যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার দাস।