গোদাপিয়াশালে দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: প্রায় দু’বছরের করোনা মহামারীর প্রকোপ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। মহামারীর কারণে গ্রাম বাংলার মাঠে মাঠে বন্ধ হয়ে যাওয়া সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট গুলো আবার শুরু হয়েছে। সেরকমই একটি প্রতিযোগিতার আসর বসেছিল শালবনী ব্লকের গোদাপিয়াশাল ফুটবল ময়দানে। কাছারি রোড মুনস্টার একাডেমির পরিচালনায় ও ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেডের সহায়তায় বৃহস্পতিবার ও শুক্রবার এই দু-দিনব্যাপী আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

    প্রতিযোগিতা শুরুর পূর্বে নবরূপে নির্মিত মাঠের সীমানা প্রাচীর ও প্রবেশদ্বারের উন্মোচন করেন ডালমিয়া সিমেন্ট লিমিটেড ইউনিটের প্রধান আম্বুজ শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিবেদিতা ব্যানার্জি, ক্রীড়া কর্মাধ্যক্ষ ঊষা কুন্ডু, গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী,সহকারী শিক্ষক মনিকাঞ্চন রায় প্রমুখ। কাচারী রোড মুনস্টার একাডেমীর পক্ষে কমল সিংহ সৌরভ ব্যানার্জি রবি লোচন চৌরশিয়া, বাপি সিংহ প্রমূখ বলেন এই বছর প্রতিযোগিতার ১৫তম বর্ষ।

    তাদের মূল উদ্দেশ্য খেলাধুলার মাধ্যমে স্থানীয় এলাকাবাসীকে আনন্দদানের পাশাপাশি শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রতিভা অন্বেষণ করা।এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় অর্পণ একাদশ এবং রানার্স হয় সাগর একাদশ।